টিএসসিতে উচ্চশব্দ, ভিসি বাংলোর সামনে গান বাজালেন ছাত্রীরা

আরটিভি নিউজ

শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ , ১১:৫৬ পিএম


টিএসসিতে উচ্চশব্দ, ভিসি বাংলোর সামনে গান বাজালেন ছাত্রীরা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় প্রায় প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠানে হচ্ছে। সেখানে সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে উচ্চশব্দে গান বাজানো হয়। এমন অভিযোগ করে এর প্রতিবাদে উপাচার্য বাংলোর সামনে অবস্থান নেন টিএসসির পার্শ্ববর্তী দুটি হলের (শামসুন্নাহার ও রোকেয়া হল) নারী শিক্ষার্থীরা। 

বিজ্ঞাপন

শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার পর নারী শিক্ষার্থীরা উপাচার্য বাংলোর সামনে অবস্থান নেন হল দুটির শিক্ষার্থীরা। প্রতিবাদ হিসেবে সাউন্ডবক্সে উচ্চশব্দে গান বাজান তারাও। 

তাদের দাবি, উচ্চশব্দের কারণে তাদের পড়াশোনায় ব্যঘাত ঘটে। বিভিন্ন সময় তাদের পরীক্ষা থাকে, কিন্তু তারা শব্দের কারণে পড়াশোনাতেও মনোযোগ দিতে ব্যর্থ হন।

বিজ্ঞাপন

তারা জানিয়েছেন, উপাচার্য যতক্ষণ পর্যন্ত টিএসসির এই সমস্যা সমাধানের জন্য লিখিত আশ্বাস দেবেন, ততক্ষণ তারা সেখানে অবস্থান করবেন।

আশরেফা খাতুন নামে শামসুন্নাহার হলের এক নারী শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এই কর্মসূচির ঘোষণা করেন। 

তিনি বলেন, ‘টিএসসির দৈনন্দিন ডিজে পার্টি, গানবাজনা ও রাজু ভাস্কর্যের ডেইলি উচ্চশব্দে মাইক বাজানোর কারণে শামসুন্নাহার এবং রোকেয়া হলবাসীর জীবন পুরোপুরি বিপর্যস্ত। মাথা ব্যথায় ভুগতে হয় প্রতিদিন, পড়াশোনা করার মতো অবস্থা থাকে না।’

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, ‘সেজন্য শামসুন নাহার হলের পক্ষ থেকে আমরা মেয়েরা উদ্যোগ নিয়েছি, আজ রাত ৯টা-সাড়ে ৯টার মনে বড় সাউন্ড বক্স নিয়ে ভিসির বাসার সামনে গান বাজাবো। যতক্ষণ না তিনি আমাদের লিখিত অঙ্গীকার দেন যে, টিএসসি এবং রাজু ভাস্কর্যের সামনের আওয়াজ নিয়ন্ত্রণে থাকবে। নইলে সারারাত বক্স বাজবে। রোকেয়া হলকেও আমন্ত্রণ জানাই অংশগ্রহণ করার জন্য। ভাইয়ারা যারা উচ্চশব্দের ভুক্তভোগী, তারাও আমন্ত্রিত।’

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission