সারাদেশে নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ সরকারি কলেজ শাখার ছাত্রদল।সোনারগাঁ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা।
সোমবার (১০ মার্চ) মিছিলটি মোগরাপাড়া বাজার প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে শেষ হয়।
মানববন্ধনে ছাত্রদলের নেতাকর্মীরা মাগুরায় শিশু আছিয়ার কথা উল্লেখ করে বলেন, আইনশৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার কারণে দিনদিন অপরাধীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আমাদের মা-বোনরাও আজ নিরাপদ নয়। মারাত্মক হুমকির মুখে সমাজ। ধর্ষণসহ বিভিন্ন অন্যায় কাজ প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে আহ্বান জানান শিক্ষার্থীরা।
এ ছাড়াও তারা বলেন, শিগগিরই দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দলীয় সরকার প্রতিষ্ঠিত না হলে বাংলাদেশের অবস্থা কঠিন ভয়াবহ দিকে যাবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ শিকদার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম, আবু ইসলাম, হাবিবুর রহমান হাবিব, মাহমুদা আক্তার মিতু, মাহমুদা আক্তার ও হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা হোসাইন মাহামুদ প্রমুখ।
আরটিভি/এমকে