রবি-এয়ারটেল এক হয়ে এখন শুধু ‘রবি’

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ১৬ নভেম্বর ২০১৬ , ০৭:১৭ পিএম


রবি-এয়ারটেল এক হয়ে এখন শুধু ‘রবি’

এক হলো রবি ও এয়ারটেল। দেশে টেলিযোগাযোগ খাতের প্রথম এ একীভূতকরণ কার্যকর হলো বুধবার। 

বিজ্ঞাপন

একীভূত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড নামে পরিচালিত হচ্ছে। রবি ব্র্যান্ডের পাশাপাশি রবি আজিয়াটার স্বাধীন ব্র্যান্ড হিসেবে থাকবে এয়ারটেল। রবি’র বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

একীভূতকরণ প্রক্রিয়া শেষে রবির সিংহভাগ অর্থাৎ ৬৮ দশমিক ৭ শতাংশ মালিকানায় আজিয়াটা। ভারতীয় এয়ারটেলের ২৫ শতাংশ এবং বাকি ৬ দশমিক ৩ শতাংশের মালিক জাপানের এনটিটি ডোকোমো।

একীভূতকরণ শেষে বর্তমানে অপারেটরটির মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ২২ লাখে। রবি ও এয়ারটেল একীভূত হওয়ায় দেশজুড়ে কোম্পানিটির সবচে’ বিস্তৃত নেটওয়ার্কের পাশাপাশি মোবাইল ইন্টারনেট সেবায় আরও শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে। একইসঙ্গে রবি দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইলফোন অপারেটর হিসাবে প্রতিষ্ঠিত হলো।

এসজেড

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission