গাড়ির ফিটনেস না থাকলে তেল নয় : হাইকোর্ট (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ২৩ অক্টোবর ২০১৯ , ০২:৪৯ পিএম


সারা দেশে যানবাহনের লাইসেন্স ও ফিটনেস নবায়ন করা না হলে ওইসব যানবাহনে তেল-গ্যাস না দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

আজ বুধবার (২৩ অক্টোবর) পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ ও পুলিশের প্রতিবেদন নিয়ে শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এ আদেশ দেয়। একইসঙ্গে ফিটনেসবিহীন প্রায় ৪ লাখ যানবাহনের ফিটনেস নবায়ন করতে আরও দুই মাস সময় দিয়েছেন আদালত।

আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী মঈন ফিরোজী, রাফিউল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

বিজ্ঞাপন

---------------------------------------------------------------
আরো পড়ুন: সরকারকে সময় বেঁধে দিলেন প্রাথমিকের শিক্ষকরা
---------------------------------------------------------------

এর আগে প্রায় পাঁচ লাখ গাড়ির মধ্যে হাইকোর্টের বেধে দেয়া দুই মাসের মধ্যে শুধু ৮৯ হাজার ২৬৯ গাড়ির ফিটনেস নবায়ন করা হয়েছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করে বিআরটিএ।

গেল ২৩ জুলাই এক আদেশে ঢাকাসহ সারা দেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা গাড়িগুলো দু’মাসের মধ্যে ফিটনেস নবায়ন করতে নির্দেশ দেন হাইকোর্ট। ১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ কাজ শেষ করতে নির্দেশ দেয়া হয়।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission