• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ক্ষতিপূরণ পেলেন মসজিদুল হারামে দুর্ঘটনায় হতাহত তিন বাংলাদেশি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ অক্টোবর ২০১৯, ১৪:৫৪
ক্ষতিপূরণ পেলেন মসজিদুল হারামে দুর্ঘটনায় হতাহত তিন বাংলাদেশি

মক্কায় মসজিদ আল হারামে ক্রেন দুর্ঘটনার হতাহত তিন বাংলাদেশিকে ক্ষতিপূরণ দিয়েছে সৌদি সরকার। দুর্ঘটনায় নিহত মোহাম্মদ আবুল কাশেম সুফির পরিবার এবং আহত সরদার আবদুর রব ও মোহাম্মদ নাজিম উদ্দিনকে ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে। ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর মক্কায় মসজিদ আল হারামে ক্রেন দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

নিহত মোহাম্মদ আবুল কাশেম সুফির চেক গ্রহণ করেন তার মা রাজিয়া বেগম ও স্ত্রী রুবিনা আক্তার চৌধুরী। তাদের হাতে ২ কোটি ২৬ লাখ টাকার চেক দেয়া হয়েছে। আর আহত সরদার আবদুর রব ও মোহাম্মদ নাজিম উদ্দিনকে ১ কোটি ১৩ লাখ টাকা করে দেয়া হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন।

২০১৫ সালের ১১ সেপ্টেম্বর মক্কায় মসজিদ আল হারামের নির্মাণকাজের একটি ভ্রাম্যমাণ ক্রেন ভেঙে পড়ে। এতে ১১৮ জন মারা যান, আহত হন ৩৯৪ জন।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিগামী কর্মীদের মেনিনজাইটিস টিকা নিয়ে নতুন নির্দেশনা
প্রবাসীদের সুখবর দিল সৌদি সরকার
বাংলাদেশের যেকোনো প্রয়োজনে সৌদি আরব পাশে থাকবে: রাষ্ট্রদূত
ওমরাহ পালন নিয়ে সুখবর দিলো সৌদি সরকার