• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সৌদি আরবে করোনায় আক্রান্ত বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ মার্চ ২০২০, ২০:২৯
Coronavirus Bangladeshi dies in Saudi Arabia
সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আররে আজ মঙ্গলবার এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ হাসান। তার বয়স ৩৮ বছর। তিনি লোহাগড়া উপজেলার বড়হাটিয়া ইউনিয়নের চাকফারানি দুরোবের পাড়ার লিয়াকত আলির ছেলে। খবর ইউএনবির।

হাসানের ছোট ভাই হেলাল উদ্দিন বলেন, হাসান মদিনা তাইবার একটি মার্কেটে কাজ করতেন। ছয়দিন আগে তার জ্বর ও ঠাণ্ডা লাগলে তিনি হাসপাতালে ভর্তি হন।

হেলাল বলেন, তাদের আরেকজন আত্মীয় মদিনায় কাজ করেন। তিনি ফোনে তার ভাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে করোনাভাইরাসে ৩৭ হাজার ৮১৪ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা সাত লাখ ৭০ হাজারের বেশি।

সৌদি আরবে এখন পর্যন্ত এক হাজার ৪৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে আটজনের। আর সুস্থ হয়ে উঠেছে ১১৫ জন।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্তুগালে বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুমের স্থাপত্য প্রদর্শনী
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৮ এপ্রিল)
রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
X
Fresh