• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ফাঁকা রাজধানীতে খাদ্য সংকটে পশু-প্রাণীরা, পাশে দাঁড়াচ্ছে 'রবিনহুড'

খান আলামিন, আরটিভি

  ০২ এপ্রিল ২০২০, ১২:১১
ফাঁকা রাজধানীতে খাদ্য সংকটে পশু-প্রাণীরা, পাশে দাঁড়াচ্ছে 'রবিনহুড'

করোনা ভাইরাস যেমন খেটে খাওয়া মানুষকে বিপাকে ফেলেছে, তেমনি বিভিন্ন পশু-প্রাণীকেও ফেলেছে খাদ্য সংকটে। সবকিছু বন্ধ, ঢাকা ছেড়েছে অন্তত এক কোটির বেশি মানুষ; তাই রাজধানীর পশু-প্রাণীগুলো খেটে খাওয়া মানুষের মতো ক্ষুধার জ্বালায় ভুগছে।

নিম্ন আয়ের মানুষের পাশে যেমন দাঁড়িয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তেমনি প্রাণী প্রেমীরাও খাবার নিয়ে দাঁড়িয়েছেন বিভিন্ন স্থানে।

করোনাভাইরাস ঢাকার মানুষকে ছুটি দিয়েছে। বন্ধ আছে সব দোকান-পাট, বাজার-ঘাট। ফলে রাস্তার পশু-প্রাণীগুলো পড়েছে বিপাকে। খাদ্য সংকটে এদিক-ওদিক ছুটোছুটি করছে কুকুর-বেড়াল।

অনেক খেটে মানুষের পাশে যেমন দাঁড়িয়েছে সমাজের বিত্তবানরা; তেমনি পশু-প্রাণী প্রেমীরাও বসে নেই। খাবার নিয়ে ছুটে যাচ্ছেন পথে-ঘাটে। দ্বারে দ্বারে।

অ্যানিমেল কেয়ার ট্রাস্ট বাংলাদেশ তেমনেই এক সংগঠন। রবিনহুড নামে অনেকেই প্রতিষ্ঠানটিকে চেনে। ২০১০ সাল থেকে পশু-প্রাণী সুরক্ষায় কাজ করছে সংগঠনে ত্রিশের অধিক সদস্য। তারা ছুটে বেড়াচ্ছেন রাজধানীর অলি-গলিতে। পরম আদর করে খাওয়াচ্ছেন অভুক্ত পশুদের। যেন অনেক দিনের সখ্যতা।

তারা জানান, করোনাভাইরাস আতঙ্কে অনেকে গৃহপালিত পশু-প্রাণীকে বাসা থেকে বের করে দিয়েছে। এছাড়া উচ্ছিষ্ট খাবারের পরিমাণ কমে যাওয়ায় তাদের খাদ্যসংকটও দেখা দিয়েছে। ফলে তারা এমন উদ্যোগ নিয়েছেন।

কয়েকদিন ধরেই চলছে রবিনহুডের এই তৎপরতা। সংকটকালীন মুহূর্তে পশু-প্রাণীদের খাবার বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনের সদস্যরা।

এসজে/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে, মাস্ক ব্যবহারের পরামর্শ
X
Fresh