• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দেশে আক্রান্ত, মৃত ও সুস্থতার নতুন রেকর্ড

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মে ২০২০, ১৪:৪১
Infected, dead, healthy, Bangladesh
প্রতীকী ছবি।

করোনা নিয়ে বাংলাদেশে উদ্বেগ কমছে না। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৯৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ হাজার ২০৫ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩২ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৮৮ জন। মোট সুস্থ ৬১৯০ জন। সুস্থতার হার ২০ দশমিক ৪৯ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৪৩ শতাংশ।

শুক্রবার (২২ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

মৃতদের মধ্যে আছেন ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে ৯ জন, বরিশাল বিভাগে ১ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন। হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে মারা গেছেন ৮ জন, মৃত অবস্থায় হাসপাতালে গিয়েছেন ১ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছর বয়সী ৫ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৬ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ২ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১ জন মারা গেছেন।