• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সরেজমিনে নগরের কার্যক্রম দেখলেন মেয়র তাপস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জুন ২০২০, ১৮:৩৭
Barrister Sheikh Fazle Nur Taposh, Mayor of Dhaka South City Corporation
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার গুলিস্তান থেকে জয়কালী মন্দির পর্যন্ত ফুলবাড়িয়া ‘স্টপ ওভার টার্মিনাল’ এর পুরো এলাকা তিনি সরেজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি এখান থেকে বিভিন্ন রুটে চলাচলকারী কয়েকটি বাস কাউন্টারের লোকদের সঙ্গে কথা বলে করপোরেশনের টোল আদায় সম্পর্কে খোঁজখবর নেন।

স্টপ ওভার টার্মিনালে টোল আদায়কারী একজনের সঙ্গে কথা বলে টোল আদায়ের পুরো প্রক্রিয়া সম্পর্কে অবগত হন। তিনি স্টপ ওভার টার্মিনাল এলাকার সার্বিক অবস্থাও এসময় পরিদর্শন করেন।

পরে মেয়র দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত পৌর ফিলিং স্টেশন পরিদর্শন করে এর কার্যক্রম সম্পর্কেও অবহিত হন। তিনি রাজস্ব আদায় বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

এসময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, পরিবহন বিভাগের জিএমসহ পৌর ফিলিং স্টেশন পরিদর্শনকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আনু উপস্থিত ছিলেন।


এসজোা

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যানজট নিরসনে নেমে মেয়র খেলেন মামলা 
বিচারপতির স্বাক্ষর জালিয়াতি, আটকে গেল মেয়রের জামিন
ময়লা জমা দিলেই টাকা দেবে ডিএনসিসি 
অভিযান চালাতে গিয়ে মশার কবলে মন্ত্রী-মেয়র 
X
Fresh