মুক্তমনা লেখক অভিজিৎ রায়সহ 'মৌলবাদী সন্ত্রাসী'দের হাতে নিহত সহযোদ্ধা ও ব্লগারদের স্মরণে রোববার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী কর্মসূচি পালিত হবে। অভিজিৎ রায় হত্যার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ।
এদিন বিকেল ৩টায় শাহবাগের প্রজন্ম চত্বরে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন মঞ্চের কর্মীরা। বিকেল ৪টায় হবে ‘মুক্তবুদ্ধির চর্চা ও সামাজিক ন্যায়বিচার: কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ?’ শীর্ষক আলোচনা সভা। এরপর সন্ধ্যায় হবে আলোর মিছিল।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি জনাকীর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় খুন হন ড. অভিজিৎ রায়। ওই হত্যাকাণ্ডের দু'বছরেও বিচারকাজে দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ করেছে গণজাগরণ মঞ্চ।
এসজে/