আদালতে নির্দোষ দাবি জি কে শামীম ও তার মায়ের

আরটিভি নিউজ

বুধবার, ০৫ মার্চ ২০২৫ , ০২:২৪ পিএম


আদালতে নির্দোষ দাবি জি কে শামীম ও তার মায়ের
ফাইল ছবি

অবৈধ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে দুদকের করা মামলায় আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেছেন ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম ও তার মা আয়েশা আক্তার।

বিজ্ঞাপন

বুধবার (৫ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান তারা।

এদিন মামলাটিতে আসামিদের আত্মপক্ষ শুনানির দিন ধার্য ছিল। 

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন জানান, দুই আসামির মধ্যে জি কে শামীম কারাগারে আছেন।  তাকে আদালতে হাজির করা হয়।  তার মা জামিনে আছেন, তিনি অসুস্থ। তাকে অ্যাম্বুলেন্সে করে আদালতে হাজির করা হয়।  এদিন আত্মপক্ষ শুনানিতে তারা নিজেদের নির্দোষ দাবি করেন।

আদালত সূত্রে জানা গেছে, আজ বিচারক আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। এরপর আদালত তাদের কাছে জানতে চান, তারা দোষী না নির্দোষ।  এ সময় তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।  সাফাই সাক্ষ্য দেবেন কি না জানতে চাইলে বলেন, সাফাই সাক্ষ্য দেবেন তারা। পরে আদালত আগামী ১০ মার্চ সাফাই সাক্ষ্যের তারিখ ধার্য করেন।

এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য ছিল। তবে জি কে শামীমের আইনজীবী শাহিনুর ইসলাম মামলার তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করার আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেন। মামলাটি রায় থেকে উত্তোলন করে সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করা হয়।

বিজ্ঞাপন

২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ২০২১ সালের ১৭ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিচালক মো. সালাহউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ১৮ অক্টোবর তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

আরটিভি/এমএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission