• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ডলফিন হত্যা বন্ধে ভার্চুয়াল কোর্টে প্রথম রিট আবেদন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ মে ২০২০, ২০:০৪
ডলফিন হত্যা বন্ধে ভার্চুয়াল কোর্টে প্রথম রিট আবেদন
ফাইল ছবি

দেশের ইতিহাসে প্রথম ভার্চুয়াল কোর্টে ডলফিন হত্যা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।

চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন হত্যার বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে সোমবার (১১ মে) হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চে ই-মেইলের মাধ্যমে রিট আবেদনটি জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল কাইয়ুম লিটন।

রিটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ও চট্টগ্রামের রাউজান উপজেলা নির্বাহী অফিসারকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং ডলফিন হত্যা বন্ধে কেন প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

এর আগে ১০ মে এ বিষয়ে জাতীয় একটি ইংরেজি পত্রিকায় ডলফিন হত্যা সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রতিবেদনটি যুক্ত করে জনস্বার্থে হাইকোর্টে এ রিট আবেদন করা হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘কারেন্ট জালের উৎপাদন স্থান নির্মূল করতে হবে’
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে চাকরি
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ হলেন যারা
X
Fresh