• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

ইভ্যালির সিইও’কে গ্রেপ্তারের নিয়ে যা বললো র‌্যাব (ভিডিও)

আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৮
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিন ( র‌্যাব)। এ বিষয়ে র‌্যাব সদরদপ্তরে সাংবাদিকদের র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ইভ্যালির একজন গ্রাহকের অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরে রাসেলের বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ইভ্যালির সিইও এবং চেয়ারম্যানকে।

খন্দকার আল মঈন আরও বলেন, ভুক্তভোগীর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি বিভিন্ন সংস্থা এ বিষয়টি নিয়ে কাজ করছেন। তারা নিশ্চয়ই একটি ব্যবস্থা করবেন। গ্রাহকরা অর্থ ফেরত পান নিশ্চয়ই একটা ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের জিজ্ঞেসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদে নতুন কিছু পেলে আগামীকাল শুক্রবার জানিয়ে দেয়া হবে।

এফএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্দোলনে একাই ২৮টি গুলি ছোড়েন ফরিদ, অবশেষে গ্রেপ্তার 
ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টা, সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় ফেনীতে গ্রেপ্তার ৩
যুক্তরাজ্যে পা দিলে গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু