বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন

আরটিভি নিউজ

রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫ , ০৫:১৬ পিএম


বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন

আওয়ামী সরকারের আমলে বঞ্চিত বিভিন্ন পর্যায়ের ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বিজ্ঞাপন

রোববার (৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

৭৬৪ জন কর্মকর্তার মধ্যে সচিব পদে ১১৯ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, গ্রেড-১ পদে ৪১ জন, যুগ্মসচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এর আগে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে শপথ নেওয়া অন্তর্বর্তী সরকার গত সরকারের আমলে ‘বঞ্চিতদের’ পদোন্নতির সিদ্ধান্ত নেয়। 

বিজ্ঞাপন

সেই ধারাবাহিকতায় বঞ্চিত প্রায় দেড় হাজারের বেশি কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) আবেদন করেন। যাচাই-বাছাই করে এরমধ্য থেকে ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষা সুযোগ সুবিধা নিয়ে পদোন্নতি দেওয়ার সুপারিশ করে।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission