• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারত থেকে আরও ৪৮২ জন দেশে ফিরলেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মে ২০২০, ১৭:০৪
Most of the detainees were patients going for treatment and their family members
ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউনের জন্য আটকে পড়া বাংলাদেশের ৪৮২ জন নাগরিক দেশে ফিরেছেন।

আজ বৃহস্পতিবার (১৪ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দিল্লি থেকে ১৪৯, ইউএস বাংলার ফ্লাইটে চেন্নাই হতে ১৬৫ ও এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে চেন্নাই থেকে ১৬৮ জন দেশে ফেরেন।

নয়া দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ভারতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার বিশেষ প্রক্রিয়ায় তিন ধাপের আজ শেষ ধাপ সম্পন্ন হলো। গত ২০ এপ্রিল থেকে ভারত সরকারের সহযোগিতায় এই প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হয়।

গত তিন সপ্তাহে দিল্লি, চেন্নাই, মুম্বাই, কলকাতা ও বেঙ্গালুরু থেকে ২৫টি ফ্লাইটে সাড়ে ৩ (তিন) হাজারের বেশি বাংলাদেশিকে দেশে আনা হয়। আটকে পড়াদের অধিকাংশই ছিলেন চিকিৎসার জন্য যাওয়া রোগী ও তাদের পরিবারের সদস্য। এছাড়াও অধ্যয়নরত শিক্ষার্থী ও পর্যটকরাও ছিলেন।