• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

করোনায় এবার মারা গেলেন অতিরিক্ত সচিব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মে ২০২০, ১৬:২২
The additional secretary died in Corona this time
করোনায় এবার মারা গেলেন অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম, ছবি: সংগৃহীত

অতিরিক্ত সচিব (পিআরএল ভোগরত) কৃষিবিদ তৌফিকুল আলম (৫৯) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮২তম ব্যাচের ছাত্র ছিলেন।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ মো. খায়রুল আলম প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আর মাগফিরাত কামনা করা হয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন পরিচালক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এ ছাড়া মাঠপ্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হন।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৪ জন মারা গেছেন। এ পযন্ত করোনায় ৪৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৯৪ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ হাজার ২০৫ জনে।
পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
ধান খেয়েছে হাঁস, মারামারিতে নিহত ১
ভাসানটেকে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬, মায়ের পর মারা গেলেন মেয়েও
শিশু মারা যাওয়ায় চিকিৎসককে আইসিইউতে পাঠালেন স্বজনরা
X
Fresh