• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পৌরসভা কর্মীদের বেতন-ভাতা পরিশোধে ২৫ কোটি টাকা বরাদ্দ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মে ২০২০, ২৩:০৮
25 crore has been allocated for the payment of salaries and allowances of the municipal employees

সারা দেশের পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ত্রাণ তহবিল থেকে ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর বরাদ্দ নিয়ে স্থানীয় সরকার বিভাগ আদেশ জারি করেছে।

শুক্রবার (২২ মে) স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত অফিস আদেশে বিভিন্ন শ্রেণির ৩২৭টি পৌরসভার অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কোভিড-১৯ পরিস্থিতির কারণে দেশের পৌরসভার নিয়মিত রাজস্ব আয় কমে যাওয়ায় প্রধানমন্ত্রী সদয় হয়ে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ২৫ কোটি টাকার অনুদান মঞ্জুর করেন।

জানা গেছে, এর আগে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে এ অনুদান মঞ্জুর করা হয়।
পি

মন্তব্য করুন

daraz
  • জাতীয় এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেক্সিমকোর ২৬২৫ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন
হিলিতে কাউন্সিলরকে মারধর, পৌরসভার নাগরিক সেবা বন্ধ
মুন্সীগঞ্জ পৌরসভার প্রথম নারী মেয়র আফরিন
বকশীগঞ্জ পৌরসভার মেয়র হলেন ফকরুজ্জামান মতিন 
X
Fresh