এবি পার্টির কাউন্সিল, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় ৩ জন

আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ , ০৩:০২ পিএম


এবি পার্টির কাউন্সিল, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় ৩ জন
ছবি: সংগৃহীত

আগামী ২৮ ডিসেম্বর আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ছিল চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিন এ পদের ৫ জন প্রার্থীর মধ্যে ২ জন নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ডিসেম্বর) আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কাউন্সিলের দিন যতই ঘনিয়ে আসছে, দলের অভ্যন্তরীণ নির্বাচন ততই জমে উঠছে। ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ছিল চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিন চেয়ারম্যান পদের প্রার্থিতা থেকে ২ জন সরে দাঁড়িয়েছেন। তারা হচ্ছেন, দলের বর্তমান আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৮ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কাউন্সিল এবং সেদিনই দলের নতুন চেয়ারম্যান, সেক্রেটারি ও ২১ নির্বাহী কাউন্সিল সদস্য পদে নির্বাচিতদের নাম ঘোষণা করার কথা রয়েছে। 

এদিকে নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিশনের প্রধান অধ্যাপক একেএম ওয়ারেসুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের চেয়ারম্যান পদের জন্য যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে এখন ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী, দলের যুগ্ম আহ্বায়ক লে. কর্নেল (অব.) দিদারুল আলম ও দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। 

একইসঙ্গে দলের নির্বাহী পরিষদের ২১ সদস্য পদের জন্য চূড়ান্ত প্রার্থী হলো ৬০ জন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, আজ থেকে প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে প্রার্থী ও দলের নানা স্তরের কাউন্সিলরদের আনাগোনায় বিজয় নগরে দলের কেন্দ্রীয় কার্যালয় বেশ সরগরম হয়ে উঠেছে। পাশাপাশি অনলাইনেও চলছে পোস্টার দিয়ে প্রচারণা।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission