ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে: সাকি

খুলনা প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ , ১০:১৭ পিএম


ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে: সাকি
ফাইল ছবি

ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে গণসংলাপে তিনি এ সব কথা বলেন। 

জোনায়েদ সাকি বলেন, ভারত পশ্চিমা বিশ্বে এমন একটি চিত্র তুলে ধরছে, যেখানে দেখানো হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপদ নয়। এই ষড়যন্ত্রের মোকাবিলায় আমাদের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, পতিত স্বৈরাচার সরকারের লোকজন ভারতে পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে। ভারতের গণমাধ্যমের একটা অংশ এবং বিজেপি তাদের নিজেদের স্বার্থে সাহায্য করছে। 

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, অন্তর্বর্তী সরকারকে তারা ব্যর্থ করার চেষ্টা করছে। কিন্তু তা হতে দেওয়া হবে না। মিয়ানমার পরিস্থিতিও জটিল হচ্ছে। আমাদের জাতীয় নিরাপত্তা এখন নানা দিক দিয়ে হুমকিতে রয়েছে।

জোনায়েদ সাকি বলেন, আমরা নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত চাই, যা গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক হবে। জনগণের সংগ্রামের ফলাফল যাতে আবারও ছিনতাই হয়ে না যায়, সেদিকে সবার সতর্ক নজর রাখতে হবে।

বিজ্ঞাপন

সংলাপে গণসংহতি আন্দোলনের খুলনা জেলা কমিটির আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, জেলা সদস্য আল আমিন শেখ, দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল ও রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলুসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

আরটিভি/আরএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission