অনির্বাচিত কেউ কি বলল তা নিয়ে বিএনপি ভাবে না: আমির খসরু

আরটিভি নিউজ

সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ০৭:১৭ পিএম


অনির্বাচিত কেউ কি বলল তা নিয়ে বিএনপি ভাবে না: আমির খসরু
ছবি : সংগৃহীত

অনির্বাচিত কেউ কি বলল তা নিয়ে বিএনপি ভাবে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

নির্বাচনের জন্য মাঠ এখনও পরিচ্ছন্ন হয়নি, তাই অপরিচ্ছন্ন মাঠে নির্বাচন দেওয়া যাবে না- নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদারের এমন বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, অনির্বাচিত কেউ কি বলল তা নিয়ে বিএনপি ভাবে না। নির্বাচিত সরকার যত দ্রুত সম্ভব দায়িত্ব নিবে ততই দেশের জন্য মঙ্গলজনক বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

আমির খসরু বলেন, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের কোনো আভাস দেখছে না রাজনৈতিক দলগুলো। যৌক্তিক সময়ে জনগণের ম্যান্ডেট অনুযায়ী নির্বাচনের দাবি জানাচ্ছি। 

বৈঠক শেষে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, নির্বাচনে সময় ক্ষেপণে কোনো প্রয়োজনীয়তা নেই। এখনই প্রয়োজন কি উপায়ে, কোন সময়ের মধ্যে নির্বাচন হবে তার রোডম্যাপ প্রদান করা।

আরটিভি/একে 

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission