শনিবার নাগরিক সমাবেশ করবে জাতীয় বিপ্লবী পরিষদ

আরটিভি নিউজ

বুধবার, ০১ জানুয়ারি ২০২৫ , ০৪:৩৪ পিএম


শনিবার নাগরিক সমাবেশ করবে জাতীয় বিপ্লবী পরিষদ
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক সমাবেশ করার ঘোষণা দিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।

বিজ্ঞাপন

বুধবার (১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, শনিবার (৪ জানুয়ারি) দুপুর ২টায় ঢাবির কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ করা হবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪-এর রক্তঝরা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। জাতীয় বিপ্লবী পরিষদ এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনগণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে জাতীয় সমঝোতা ও ঐক্য তৈরির ক্ষেত্রকে এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ।

বিজ্ঞাপন

সংগঠনটি জানায়, জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে গঠিত প্রথম রাজনৈতিক দল ‘জাতীয় বিপ্লবী পরিষদ’এর অভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে নাগরিক সমাবেশে অতিথি হিসেবে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখবেন।

সমাবেশে জুলাই বিপ্লব বাস্তবায়নের রূপরেখা পেশ করবেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান এবং সভাপতিত্ব করবেন সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান।

সমাবেশে ছাত্র-শ্রমিক জনতাসহ সর্বস্তরের গণমানুষকে যোগদানের জন্য সংগঠনটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। 

বিজ্ঞাপন

আরটিভি/আরএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission