গণঅধিকার পরিষদের আলটিমেটাম, মিছিল নিয়ে শাহবাগ থানায়

আরটিভি নিউজ

রোববার, ০৫ জানুয়ারি ২০২৫ , ০৭:৩৮ পিএম


গণঅধিকার পরিষদের আলটিমেটাম, মিছিল নিয়ে শাহবাগ থানায়
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের জন্য আলটিমেটাম দিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে গণঅধিকার পরিষদের নেতারা। 

বিজ্ঞাপন

রোববার (৫ জানুয়ারি) রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে এ আলটিমেটাম দেন নুরুল হক নুর। পরে গণঅধিকার পরিষদের সভাপতির নেতৃত্বে একটি মিছিল শাহবাগ থানার দিকে যায়।

হামলার পেছনে বিদেশি ষড়যন্ত্রও থাকতে পারে মন্তব্য করে নুরুল হক নুর বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের যদি গ্রেপ্তার করা না হয়, তবে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নেবে। বারবার সারজিসের নাম আসছে, এ হামলার নেপথ্যে। আশা করি সে তার অবস্থান ক্লিয়ার করবে। 

বিজ্ঞাপন

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, ফারুক হাসানের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করব। তার অপসারণের আন্দোলন করব।

উপদেষ্টা পরিষদের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, প্রধান উপদেষ্টাকে বলতে চাই, যেসব উপদেষ্টা জনগণের পালস বোঝে না, তাদের বাদ দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করুন।

হামলায় জড়িতদের আইনের আওতায় না আনলে জনতার হাতে বিচার হবে মন্তব্য করে শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমান বলেন, আমরা জানতে পেরেছি যারা হামলা করেছে, তাদের মূল শক্তি সারজিস আলম। আজ তারা প্রকাশ্যে সংবাদ সম্মেলনও করেছে। আজকের মধ্যে যদি হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তবে জনতার হাতে তাদের বিচার হবে। 

বিজ্ঞাপন

এর আগে শনিবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলা হয়। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে দেওয়া বক্তব্যের জেরে সভায় উপস্থিত একদল লোক তার ওপর হামলা করে বলে গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission