নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবি গণঅধিকার পরিষদের 

রোববার, ১২ জানুয়ারি ২০২৫ , ০৫:৩৮ পিএম


নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবি গণঅধিকার পরিষদের 

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হয়ে কারাবন্দি বিডিআর সদস্যদের ‘নিরপরাধ’ দাবি করে তাদের জামিন চেয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। 

বিজ্ঞাপন

তিনি বলেন, বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তি দিতে হবে। অন্যায় ভাবে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুর্নবহাল করতে হবে। হত্যাকাণ্ডে যারা জড়িত ছিলো সঠিক তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে হবে। আগামী ১৯ জানুয়ারি জামিন শুনানি রয়েছে, যারা অন্যায় ভাবে কারাগারে আটক রয়েছে তাদের সবাইকে জামিন দিতে হবে। যদি জামিন না দেওয়া হয় তাহলে আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

রোববার (১২ জানুয়ারি) সকাল ১১টায় রাজু ভাস্কর্যের সামনে বিডিআর কল্যাণ পরিষদ ঢাকা জেলার উদ্যোগে তিন দফা দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে আবু হানিফ এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ এই সদস্য  বলেন, আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য পরিকল্পিতভাবে ভারতের মদদে ২০০৯ সালে সেই হত্যাকান্ড ঘটিয়েছিলো। আওয়ামী লীগ তখন একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে যে সেটা বিডিআর বিদ্রোহ ছিলো, প্রকৃত পক্ষে সেটা বিডিআর বিদ্রোহ নয় সেটা ছিলো ভারতের মদদে পরিকল্পিত একটা হত্যাকাণ্ড।

তিনি আরও বলেন, বিডিআর বিদ্রোহের সেই ঘটনায় তদন্ত কমিশনকে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। সেখানে যে বির্তকিত ধারাটি রয়েছে তা বাতিল করতে হবে।

এ মানববন্ধনে বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা ও কারাগারে আটক বিডিআর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission