খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ যা জানা গেল

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ , ০৫:৫৮ পিএম


খালেদা জিয়া
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি ধীরে ধীরে হচ্ছে। তিনি মানসিকভাবে এখন অনেক শক্তিশালী ও হাসিখুশি আছেন। সময় নিয়ে হাঁটাচলা করছেন তিনি। এমনটাই জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জানুয়ারি) লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি জানাতে গিয়ে এসব কথা বলেন এম এ মালেক।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি আরও বলেন, মা খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে সার্বক্ষণিক রয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার জায়মা রহমানসহ পরিবারের সবাই। সবারসঙ্গে খালেদা জিয়ার খুব ভালো একটা সময় কাটছে।

বিজ্ঞাপন

এদিকে, সোমবার (১৩ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ন্যাপ্রলজি কনসালটেন্ট, হেপাটোলজি কনসালটেন্ট ও লিভার ট্রান্সপ্লান্টসহ বিভিন্ন বিষয়ে ডাক্তাররা প্রতিদিনই ওনার (খালেদা জিয়া) স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করছেন। পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে কিছু কিছু পরিবর্তন করা হচ্ছে।

তিনি বলেন, এ ছাড়া অতীতে বাংলাদেশে ওনার যেসব চিকিৎসা হয়েছে এখন কিছু কিছু চিকিৎসার পরিবর্তন এনেছেন ডাক্তাররা। খালেদা জিয়ার লিবার ডিজিজ এবং হার্টের যে সমস্যা রয়েছে সেগুলোর রিপোর্ট এখনো কমপ্লিট হয়নি।

জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পেতে আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) পর্যন্ত সময় লেগে যেতে পারে। এই সময়ের মধ্যে ডাক্তাররা চেষ্টা করবেন যাতে পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্লান করা যায়। চিকিৎসকরা এখন চিকিৎসায় অতি দ্রুত যেসব পরিবর্তন আনা দরকার সেগুলো আনছেন।

বিজ্ঞাপন

পরবর্তী চিকিৎসা কতটুকু প্রয়োজন বা কতটুকু দরকার সে বিষয়েই আলোচনা চলছে। খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে যেমনটি দেশবাসী উদ্বিগ্ন, ঠিক তেমনি এখানকার চিকিৎসকরা খুব ভালোভাবে ওনার টেক কেয়ার করছেন বলে জানান তিনি।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission