হাসিনা পতনের দাবিতে প্রবাসীরাও তীব্র আন্দোলন করেছিল: মির্জা আব্বাস

আরটিভি নিউজ

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ , ১১:৩৪ পিএম


হাসিনা পতনের দাবিতে প্রবাসীরাও তীব্র আন্দোলন করেছিল: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে দেশে বিদেশে বিএনপির অসংখ্য নেতাকর্মী আন্দোলন সংগ্রাম করেছেন। অনেকেই জেল খেটেছেন। আমি নিজে আমার পরিবারসহ সকলে জেল খেটেছেন। সাজা দেওয়া হয়েছিল। আমেরিকাসহ বিভিন্ন দেশে প্রবাসীরাও তীব্র আন্দোলন করেছিল। আমেরিকার সকল বিএনপি নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা। 

বিজ্ঞাপন

বুধবার (২৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশান ক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আমেরিকা থেকে বিএনপির যেসব নেতাকর্মী দীর্ঘদিন পর বাংলাদেশে ফিরেছেন তাদের নিয়ে এই মতবিনিময় এবং নৈশভোজের আয়োজন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন ও যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা আব্বাস যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, প্রবাসে থেকেও আপনারা দেশ ও জাতির জন্য যা করেছেন তা আমরা ঢাকায় যারা কাজ করেছি তার চেয়েও কম না। অন্যান্য প্রবাসীদের মতো আমেরিকা বিএনপির নেতাকর্মীরাও সক্রিয় ভূমিকা রেখেছেন। তাদেরকে ধন্যবাদ। আমেরিকা ইউরোপ ও লন্ডনেও তীব্র আন্দোলন হয়েছিল। একপর্যায়ে প্রবাসীদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে শেখ হাসিনা সরকার রেমিট্যান্স পাঠাতে বলেছিলো।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘১৬ বছর বিএনপি কী করেছে’ এ কথা যারা বলে তার ষোল বছরের অন্ধ ছিলো। আমরা কতবার জেলে গিয়েছি? কতজন শহীদ হয়েছেন? এসব কি দেখেছেন? সুতরাং আমরা বলবো- বিএনপির বিরুদ্ধে অকপটে মিথ্যাচার করা হচ্ছে। বিদেশে আমাদের যারা কাজ করেছেন তাদেরকে বলবো সমালোচক ও বিরোধিতাকারীদের সমুচিত জবাব দিতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আরিফুল হক চৌধুরী, খন্দকার আবদুল মোক্তাদির, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক বেবী নাজনীন, স্বনির্ভর বিষয়ক সহসম্পাদক নিলোফার চৌধুরী মনি, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, জিল্লুর রহমান জিল্লু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর মিসেস শামীমা লাকী, যুবদলের সিনিয়র সহসভাপতি মামুন হাসান, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিকসহ অনেকেই।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission