রাজনীতি

হাসিনার কাছে গুলি করে মারা ছিল খেলা, ক্রসফায়ার আনন্দের: রিজভী

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ , ০৫:১২ পিএম


হাসিনার কাছে গুলি করে মারা ছিল খেলা, ক্রসফায়ার আনন্দের: রিজভী
ফাইল ছবি।

শেখ হাসিনাকে মানসিকভাবে অসুস্থ দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গুলি করে মারা ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা, ক্রসফায়ার ছিল আনন্দের বিষয়। বিরোধী পক্ষের লাশ দেখলে খুশি হতেন হাসিনা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবন্ধী রিকশাচালককে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

জনগণ জুলাই বিপ্লবে নিহত-আহতরদের বিচার চান জানিয়ে রিজভী বলেন, আহনাফের মতো ছেলেকে যারা গুলি করেছে, তাদের আত্মা রক্তপিপাসু নেকড়ের আত্মা। শেখ হাসিনার কাছে নারী শিশুর কোনো মূল্য নেই, একটাই মূল্য সিংহাসন। তিনি কতজনকে সন্তানহারা করেছে হদিস নেই।

তিনি বলেন, কোনো প্রতারক রাষ্ট্র ক্ষমতায় থাকলে তার সন্তানদেরও প্রতারক বানায়, তার উদাহরণ শেখ হাসিনা। কোনো নিয়ম-কানুনের তোয়াক্কা না করে পূর্বাচলে নিজের সন্তান এবং আত্মীয় স্বজনের প্লট বরাদ্দ দিয়েছেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে, অথচ আইনশৃঙ্খলা বাহিনীর কোনো পদক্ষেপ দেখি না। যারা আহনাফ, আবু সাঈদ, মুগ্ধকে হত্যা করেছে তাদেরকে কারা আইনের হাত থেকে রক্ষা করছে? সবাইকে শাস্তির আওতায় আনা উচিত।

এ সময় জুলাই গণ-অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধীদের বিরুদ্ধে রাষ্ট্রকেই বাদী হয়ে মামলা করা উচিত বলেও জানান রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের হরতাল কর্মসূচির বিষয়ে তিনি বলেন, হরতালের ডাক দিলেন আর মানুষ লাফ দিয়ে পড়বে-এমনটা হবে না। বরং মানুষ আপনাদের (আওয়ামী লীগের) শাস্তির জন্য অপেক্ষা করছে।

আরটিভি/আরএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.