ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি দিচ্ছেন তারেক রহমান

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:৩৭ এএম


ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি দিচ্ছেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে ক্রসফায়ারে নিহত যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ বাড়ি হস্তান্তর করবেন। 

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল বুধবার (৫ ফেব্রুয়ারি) সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামে ক্রসফায়ারে নিহত যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করবে। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা, সদস্য সচিব ও অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন। 

এ বিষয়ে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার গণমাধ্যমকে বলেন, মোহাম্মদ মাসুদ ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা ছিলেন। ২০১৬ সালে তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন। 

তিনি আরও বলেন, মিথ্যা মামলায় আটকের পর মাসুদকে ক্রসফায়ারে হত্যা করা হয়। তার মৃত্যুর পর স্ত্রী ও নবম শ্রেণিতে পড়ুয়া কন্যা সন্তান নিয়ে পরিবারটি অসহায় অবস্থায় জীবনযাপন করছিল। এ অবস্থায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারটির পাশে দাঁড়িয়েছেন।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.