রাজনী‌তি‌বিদদের দুর্নী‌তিপরায়ণ মান‌সিকতা প‌রিহা‌রের আহ্বান ড. মঈনের

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ , ০৯:৩৬ পিএম


রাজনী‌তি‌বিদদের দুর্নী‌তিপরায়ণ মান‌সিকতা প‌রিহা‌রের আহ্বান ড. মঈনের
ছবি : সংগৃহীত

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ড. আবদুল মঈন খান বলেছেন, কিছু নেতা লোভ-লালসা বিত্ত-বৈভবের আশায় লুটপাট করে দেশকে ধ্বংস করেছে। এসব নেতিবাচক পথ পরিহার করে সঠিক পথে আসতে হবে। এ সময় রাজনীতিবিদদের দুর্নীতিপরায়ণ মানসিকতা পরিহারের আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপু‌রে গাজীপুরের কাপাসিয়ায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিগত সরকার অনেক উন্নয়ন করলেও মানুষের সত্যিকারের উন্নয়ন হয়নি দাবি করে ড. আবদুল মঈন খান ব‌লে‌ন, দে‌শের সাম‌গ্রিক উন্নয়ন কর‌তে হ‌লে সবার আগে গ্রা‌মের উন্নয়‌নে পদ‌ক্ষেপ নি‌তে হ‌বে। নইলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। গ্রামকে উন্নয়নবঞ্চিত করে রাজধানী ঢাকাকে তিলোত্তমা করলে অর্থনৈতিক উন্নয়ন অর্থবহ হবে না। 

আরও পড়ুন

বিএনপি ক্ষমতায় থাকতে গ্রামীণ অবকাঠামোতে জোর দিয়েছিল। আমি পরিকল্পনামন্ত্রী থাকাকালে গ্রামকে জোর দিয়েছি। গ্রামকে নষ্ট করা যাবে না। তার প্রকৃতিকে ধরে রাখতে হবে। একটি গাছ কাটলে ১০টি গাছ রোপণ করতে হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

একইসঙ্গে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সঠিক পথে পরিচালিত করতে হবে। তাদেরকে সঠিক মূল্যায়ন করতে হবে বলে মনে করেন বিএনপির এই স্থায়ী কমিটির এ সদস্য।

এ সময় তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসিনি। গ্রামে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে। উপহার হিসেবে আপনাদের জন্য কম্বল নিয়ে আসছি। শীতে আপনাদের কাজে লাগবে।

পরে তি‌নি সুবিধাবঞ্চিত স্থানীয়‌দের হা‌তে শীতবস্ত্র তু‌লে দেন। এ সময় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ও সামাজিক সংগঠনের স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

আরটিভি/এএইচ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.