• ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘গলাকাটা রনি’ গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২৪, ১৮:১২
‘গলাকাটা রনি’ গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চুরি, ডাকাতি ও মাদকসহ ১২ মামলার আসামি মো. রনি ওরফে গলাকাটা রনিকে (২৫) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, উত্তরায় টায়ারের দোকানে চুরির মামলায় বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টায় উত্তরার ১ নম্বর সেক্টর এলাকা থেকে রনিকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর ভোরে উত্তরার জসিম উদ্দিন রোডের ‘এইচ আর খান টায়ার অ্যান্ড ব্যাটারি শপ-১’ নামক দোকানে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত দুষ্কৃতকারীরা দোকানের কেচি গেট ও সাটার কেটে ৩৭টি টায়ার, ২০টি নতুন ব্যাটারি, ২৩টি পুরাতন ব্যাটারি ও দোকানের ক্যাশে থাকা নগদ এক হাজার টাকাসহ মোট সাত লাখ ৮০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

এই ঘটনায় ১৫ সেপ্টেম্বর দোকানের মালিক মো. ইউনুস খান বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি চুরির মামলা করেন। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় ও অবস্থান শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযান পরিচালনা করে রনিকে গ্রেপ্তার করা হয়।

গলাকাটা রনির নামে রাজধানীর শেরে বাংলা নগর থানা, মোহাম্মদপুর থানা, যাত্রাবাড়ী থানা, চকবাজার থানা ও ভোলা জেলার লালমোহন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ মোট ১২টি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/আরএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার
রূপগঞ্জে বাবুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫ জন
মহিলা আ.লীগের ৫ নেত্রী গ্রেপ্তার
জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, গ্রেপ্তার ১২