• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

৪ দিন বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

আরটিভি নিউজ

  ০৮ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৪
ফাইল ছবি

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আগামী ১৬, ২৫, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি বন্ধ থাকবে।

রোববার (৬ ডিসেম্বর) বিকেলে এই তথ্য জানান ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘দেশের ল এন্ড অর্ডার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার এক সভায় আমি উপস্থিত ছিলাম। সেখানে আমি ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মেট্রোরেলের টিএসসি স্টেশন ৪ দিন বন্ধ রাখার জন্য সুপারিশ করেছি। এসময় যোগাযোগ সচিব মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকে তাৎক্ষণিকভাবে এই ৪ দিন স্টেশনটি বন্ধ রাখতে বলেছেন। এ বিষয়ে শিগগিরই মেট্রোরেলকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।’

তিনি বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ৬টি পয়েন্ট চাইলেই বন্ধ করতে পারি। কিন্তু ঠিকই মেট্রো স্টেশন দিয়ে লোকজন চলে আসবে। তাই আমরা মেট্রোরেলের টিএসসি স্টেশন বন্ধের সুপারিশ করলে সেটা গৃহীত হয়।’

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরিয়ায় আসাদের পতনে ইসরায়েল কীভাবে লাভবান হয়েছে?
বিএনপির লংমার্চ ঘিরে আখাউড়া সীমান্তে নিরাপত্তা জোরদার ভারতের
আ.লীগের কাছে কারও জীবনের নিরাপত্তা ছিল না: জামায়াত আমির
মেট্রোরেলে আসছে আরও ২০ হাজার ‘একক যাত্রা’র কার্ড