• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

মালিককে ৩ টুকরো করে কারখানায় পুঁতে রাখল কর্মচারীরা

আরটিভি নিউজ

  ১০ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৮

রাজধানীর কামরাঙ্গীরচরে নিখোঁজের পাঁচদিন পর নিজ কারখানার মাটির নিচ থেকে ব্যবসায়ী মো. আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে মরদেহ উদ্ধার করা হয়। তাকে হত্যার পর মরদেহ কারখানার মেঝেতেই পুঁতে রাখা হয়েছিল।

জানা গেছে, ৫ ডিসেম্বর কামরাঙ্গীরচরের হাসান নগরে নিখোঁজ হন স্কিন প্রিন্ট কারখানার মালিক মো. আলম। খোঁজাখুঁজির পর কোথাও তার সন্ধান না পেয়ে কামরাঙ্গীরচর থানা পুলিশের শরণাপন্ন হয় পরিবার।

স্থানীয়রা জানান, কারখানার ভেতরেই জুয়া খেলছিলেন কর্মচারীরা। আর তাতে বাধা দিলে আলমকে আঘাত করে কারখানার কর্মচারীরা। এতে ঘটনাস্থলে আলমের মৃত্যু হয়। পরে কারখানার ভেতরেই গর্ত খুঁড়ে তাকে মাটিচাপা দেওয়া হয়।

কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুর রহমান জানান, এ ঘটনায় ওই কারখানার ২ জন কর্মচারীকে আটক করা হয়েছে। আরও দুইজনকে আটকে অভিযান চলছে। সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে হত্যার বিভিন্ন আলামত সংগ্রহের জন্য।

আরটিভি/এফআই/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় আগ্রাসন ও অপপ্রচার বন্ধের দাবি সাবেক পুলিশ কর্মকর্তাদের
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অভিমুখে মিছিলে পুলিশের বাধা
ডিসি জসীমসহ ঊর্ধ্বতন ৪ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
পুলিশকে ‘টিস্যুর’ মতো ব্যবহার করেছে আওয়ামী সরকার: সারজিস