তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী ‘শুটার’ মাহফুজুর রহমান ওরফে বিপুকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩ মে) রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৩-এর একটি দল। মাহফুজুরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম।
র্যাব কর্মকর্তা মুত্তাজুল ইসলাম বলেন, সুব্রত বাইনের সহযোগী শুটার মাহফুজুর রহমানকে আজ শনিবার দুপুরে গ্রেপ্তার করেছে র্যাব-৩। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজীব বলেন, প্রাথমিকভাবে জানা গেছে র্যাবের হাতে গ্রেপ্তার ‘শুটার’ মাহফুজুরের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরও কতটি মামলা রয়েছে, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
আরটিভি/এসএইচএম-টি