ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

যুদ্ধের মধ্যেও তেহরানের বাতাসের মান ঢাকার চেয়ে কয়েক গুণ ভালো

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ১১:২৩ এএম


loading/img
১৬ জুন, তেহরানের উত্তর-পশ্চিমে শেহরান তেল ডিপো থেকে ধোঁয়ার কুণ্ডলী। ছবি : এএফপি

সোমবার রাত থেকেই দফায় দফায় বৃষ্টির কারণে রাজধানী ঢাকায় তাপমাত্রা কিছুটা কমেছে। ভোরের দিকেও কয়েক দফা বৃষ্টিতে ভিজেছে শহর। ফলে আজকের দিনে ঢাকার বায়ুমানের উন্নতি হবে—এটি আগেই অনুমান করা যাচ্ছিল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৭৩, যা মানদণ্ড অনুযায়ী ‘মাঝারি’ পর্যায়ের। দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় এ সময়ে ঢাকার অবস্থান ছিল ২৮তম, অর্থাৎ তুলনামূলকভাবে নিচের দিকে।

গত কিছুদিন ধরে মধ্যপ্রাচ্যের শহরগুলোর বায়ুমানে উল্লেখযোগ্য অবনতি দেখা যাচ্ছে। তবে, ইসরায়েল-ইরানের যুদ্ধ পরিস্থিতি ও চলমান উত্তেজনার মধ্যেও আজ সকালে ইরানের রাজধানী তেহরানে একিউআই স্কোর ছিল ৫৬, যা ঢাকার চেয়ে অনেক বেশি ভালো। অন্যদিকে, ইসরায়েলের তেল আবিব শহরে এই মান ছিল ৬৯।

বিজ্ঞাপন

এই সময়ে দূষণের শীর্ষে উঠে এসেছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কয়েকটি শহর। তালিকার শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৬৯), মিসরের কায়রো (১৬৪) ও ইরাকের বাগদাদ (১৬২)। এরপরই রয়েছে পাকিস্তানের লাহোর (১৫১) ও করাচি (১৩৭)।

বাংলাদেশে একিউআই নির্ধারিত হয় পাঁচটি মূল দূষণ উপাদানের ভিত্তিতে—পিএম ১০, পিএম ২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনো-অক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO₂) ও ওজোন।

দীর্ঘদিন ধরেই ঢাকা শহর বায়ুদূষণের চরম পর্যায়ে রয়েছে। শীতকালে এই দূষণ সবচেয়ে প্রকট হয়, আর বর্ষাকালে বৃষ্টির কারণে তুলনামূলকভাবে বাতাস বিশুদ্ধ থাকে।

বিজ্ঞাপন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রধান কারণ—স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট (COPD), ফুসফুসের ক্যানসার ও শ্বাসতন্ত্রের তীব্র সংক্রমণ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, একিউআই স্কোরের মানদণ্ড অনুযায়ী, ০-৫০: ভালো, ৫১-১০০: মাঝারি, ১০১-১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০: অস্বাস্থ্যকর, ২০১-৩০০: খুব অস্বাস্থ্যকর, ৩০১-এর বেশি: বিপজ্জনক (মারাত্মক জনস্বাস্থ্যঝুঁকি)।

আরটিভি/টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |