ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

দেশসেরা শিক্ষক বালিয়াকান্দির শহিদুল ইসলাম

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২০ , ০৬:০৯ পিএম


loading/img
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম

প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো ‘সততা স্টোর’ চালু করা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম দেশসেরা শিক্ষক নির্বাচিত হয়েছেন। ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০০১’ উপলক্ষে গতকাল রোববার তাকে দেশের সেরা প্রধান শিক্ষক নির্বাচিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

গতকাল সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (বিদ্যালয়-২) শামীম আরা নাজনীন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (বিদ্যালয়-২) শামীম আরা নাজনীন বলেন, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম দেশের সেরা প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। দেশের মধ্যে তিনি প্রথম তার বিদ্যালয়ে ‘সততা স্টোর’ নামের বিক্রেতাবিহীন দোকান প্রতিষ্ঠা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। আনুষ্ঠানিকভাবে তাকে শিগগিরই প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন বলেও জানান তিনি।

এর আগে, একই অনুষ্ঠানে মো. শহিদুল ইসলাম প্রথমে বালিয়াকান্দি উপজেলা পর্যায়ে এবং পরে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। এরপর ঢাকা বিভাগের সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তিনি দেশের সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হন। শহিদুল ইসলাম ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেন। তিনি আগামী দুই ডিসেম্বর ১৯৯৮ সালে প্রধান শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করেন। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৮-তে তার স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি জেলার সেরা প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়। ২০১৬ সালে তিনি বালিয়াকান্দি উপজেলার প্রথম শিক্ষক হিসেবে সরকারি জিও-তে ইন্দোনেশিয়া ভ্রমণ করেন।

বিজ্ঞাপন

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০১৪ সাল হতে ছয় বছর ধরে মো. শহিদুল ইসলাম কোনও নৈমিত্তিক ছুটি ভোগ করেননি। বিদ্যালয়ের উন্নয়নের জন্য স্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করার পাশাপাশি তিনি নিজে প্রায় পাঁচ লাখেরও বেশি টাকা বিদ্যালয়ের ফান্ডে অনুদান হিসেবে দান করে বিভিন্ন উন্নয়ন কাজ করেছেন।

তার বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ কর্নার, গ্রন্থাগার, নামাজঘর, শহীদ মিনার, উপকরণ কর্নার, মিনা রাজু পার্ক, পতাকামঞ্চ, ভূগোলক, রিডিং কর্নার, হাসান আলী স্কয়ার, আমাদের ভুবন, পশুপাখির মুর্যা লসহ নানাবিধ স্থাপনা স্থানীয়ভাবে স্থাপন করা হয়েছে। আর সব তিনি নিজ উদ্যোগে স্থাপন কলেছেন। শহিদুল ইসলাম ১৯০৩ সালে বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি যোগদানের পর বিদ্যালয়টি ঈর্ষণীয় সাফল্য পায়। সমাপনীতে ভালো ফলাফল লাভের জন্য তিনি বিদ্যালয়ের সময়সূচির বাইরে বৈকালিক ও নৈশকালীন বিদ্যালয় চালু করেছেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সাপ্তাহিক ছুটির দিনেও তার উপস্থিতি শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়িয়েছে। তিনি নিজ হাতে মানচিত্র, ভূ-গোলক ও শিক্ষা উপকরণ তৈরি করেন। তিনি স্কাউটিং-এ জাতীয় সনদপ্রাপ্ত এবং রেড ক্রিসেন্টের আজীবন সদস্য। কাজের স্বীকৃতি হিসেবে বালিয়াকান্দি উপজেলা নাগরিক ফোরাম ২০১৮ সালে তাকে গুনীজন সংবর্ধনা দেয়।

বিজ্ঞাপন

মো. শহিদুল ইসলাম তার সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেন। ইতোমধ্যে বালিয়াকান্দি উপজেলা পরিষদ ও  শিক্ষক সমিতির পক্ষ থেকে দেশসেরা প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে ব্যাপক অভিনন্দন ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম আম্বিয়া সুলতানা আরটিভি নিউজকে বলেন, স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম জাতীয় শিক্ষা পদক ২০১৯ পেয়েছেন, দেশ সেরা শিক্ষক হয়েছেন, এটা বালিয়াকান্দিবাসীর জন্য গর্বের বিষয়। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি তাকে অভিনন্দন জানাচ্ছি।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |