ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বেতনা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০ , ০১:৪৬ পিএম


loading/img
ছবি সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তে বিএসএফের গুলিতে রবিউল ইসলাম ও নাজির উদ্দিন নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রবিউল বালিয়াডাঙ্গী উপজেলার মশানডাঙ্গী গ্রামের আব্দুল মজিদের ছেলে ও নজির উদ্দিন হরিপুর উপজেলার বকুয়া গ্রামের ধাকু মোহাম্মদের ছেলে।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার ভোরে সীমান্তের ৩৬৭ পিলারের মানিকখারি এলাকায় দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করলে ভারতের কোয়ালীগড় ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে এ ঘটনা ঘটে। 

স্থানীয়দের বরাত দিয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওরঙ্গজেব আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ভোরে উপজেলার বেতনা সীমান্ত দিয়ে রবিউল ইসলাম ও নাজির উদ্দিনসহ কয়েকজন অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে রবিউল মারা যান। আহত অবস্থায় সহকর্মীরা উদ্ধার করে নাজির উদ্দিনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

এ ঘটনায় ঠাকুরগাঁও-৫০ বিজিবি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে সংযোগ স্থাপন করা যায়নি।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |