ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

মণিরামপুরে চা দোকানির মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০২১ , ০২:০৪ পিএম


loading/img
ফাইল ছবি

যশোরের মণিরামপুর উপজেলার খালিয়া গ্রামের মাঠ থেকে জালাল বিশ্বাস নামে এক চা দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহষ্পতিবার সকাল সাড়ে  আটটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত জালাল বিশ্বাস ওই গ্রামের আজিবর বিশ্বাসের ছেলে।

বিজ্ঞাপন

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আরটিভি নিউজকে জানান, জালাল বিশ্বাসের খালিয়া বাজারে চায়ের দোকান রয়েছে।দোকান খোলার জন্য তিনি আজ ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হন। এরপর সকাল সাড়ে আটার দিকে একটি ধান ক্ষেতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি আরও জানান, নিহতের মাথার পেছন দিকে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পেছন থেকে তাকে কেউ মাথায় আঘাত করায় তার মৃত্যু হয়েছে।তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |