ঢাকা বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছেলের মোটরসাইকেল দুর্ঘটনা বাবা নিহত হয়েছেন। নিহতের নাম ইউনুস বেপারী ( ৬৮)। আহত ছেলের নাম শামীম রেজা (৩৮)। সোমবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উত্তরার বাংলাদেশ মেডিকেল হাসপাতাল নিয়ে যান, সেখানে ইউনুস বেপারীর অবস্থার অবনতি হলে রাত সাড়ে সাতটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
আহত ছেলের স্ত্রী সাজেদা আক্তার বলেন, বাবা-ছেলে কাঁঠাল বাগান আত্মীয়ের বাসায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে কারওয়ান বাজার থেকে বাসার জন্য কাঁচা তরি তরকারী কিনে ছেলের মোটরসাইকেল যোগে বাসায় ফিরার পথে সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছেন।
এফএ