ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

মোদি আসছেন এতেই খুশি পররাষ্ট্রমন্ত্রী

আরটিভি নিউজ

শুক্রবার, ১২ মার্চ ২০২১ , ০৫:৪৯ পিএম


loading/img
‘মোদি আসছেন এতেই খুশি, অমীমাংসিত ইস্যু নিয়ে আলোচনা হবে না’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসছেন এতেই খুশি। তবে এই সফরে বাংলাদেশ-ভারত অমীমাংসিত দ্বিপাক্ষীয় কোনও ইস্যুই আলোচনার টেবিলে গড়াবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।

বিজ্ঞাপন

আরও পড়ুনঃ গোপনে সিঙ্গাপুর-থাইল্যান্ড ভ্রমণের প্রতিযোগিতা, ছিলো স্বামী-স্ত্রীর মতোই!
 

শুক্রবার (১২ মার্চ) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদি সফর পুরোটাই হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উৎসব উদযাপনের। আমরা সবচেয়ে খুশি, উনি আসছেন। তবে যদি আমাকে জিজ্ঞেস করেন সফরে কোনো ধরণের সমঝোতা স্মারক সই হবে কিনা তবে আমি বলবো অপ্রাসঙ্গিক। আমাদের সাথে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য আসছেন। এটাই বড় পাওয়া। আর কী চাই?

আরও পড়ুন : পদোন্নতি পেলেন না আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

মোদির সফরে তিস্তা নিয়ে আলোচনা হবে কিনা এ প্রশ্নে তিনি বলেন, ওগুলো বাদ। আমরা যেটা চাই সেটা হচ্ছে, এই যে একটি আনন্দ উৎসব, আমাদের এই বড় উৎসবে সবাই এসেছে, আমরা তাতেই আনন্দিত। এটাই তো আমাদের বড় পাওয়া, আর কী চান আপনি? আপনাকে কে কাপড় দিল, ভাত দিল ওইটা নিয়ে বেশি চিন্তিত, ওইগুলা আমরা ম্যানেজ করব। তিস্তা চুক্তি বাস্তবায়ন হয়নি তাদের সমস্যা আছে। আমরা বুঝি, আমরা বোকা নই।

বিজ্ঞাপন

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |