ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বাবার পরিচয় পেতে মামলা, এবারও আদালতে হাজির হননি বদি 

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৪ মার্চ ২০২১ , ০৬:৩১ পিএম


loading/img
বাবার পরিচয় পেতে মামলা, এবারও আদালতে হাজির হননি বদি

নিজের বাবা দাবি করে টেকনাফের এক যুবকের দায়ের মামলায় জারি করা সমনের নোটিশ পাননি বলে এবারও আদালতে হাজির হননি সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। আজ রোববার (১৪ মার্চ) সশরীরে উপস্থিত হয়ে সাবেক সাংসদ বদিকে জবানবন্দি দেয়ার আদেশ দিয়েছিলেন আদালত।

বিজ্ঞাপন

এ কারণে ই-মেইল যোগে সমনের নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৪ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ জিয়াউল হক এ আদেশ দেন বলে নিশ্চিত করেন মামলার বাদীপক্ষের আইনজীবী মো. নাজিম উদ্দিন।

গত ১৩ ডিসেম্বর টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার ২৭ বছর বয়স যুবক মোহাম্মদ ইসহাক কক্সবাজার-০৪ আসনের (উখিয়া-টেকনাফ) সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে নিজের পিতা দাবি করে টেকনাফের সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। মামলায় বদি ছাড়াও মূল-বিবাদী করা হয়েছে বদির চাচা টেকনাফের পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলামকে। ওই দিন মামলাটি আমলে নিয়ে মূল-বিবাদী আব্দুর রহমান বদিসহ বিবাদীদের ১৪ জানুয়ারি সশরীরে উপস্থিত হয়ে জবানবন্দি দেয়ার আদেশ দিয়েছিলেন।

ওই দিনও আবদুর রহমান বদি সমনের নোটিশ পাননি বলে আদালতে উপস্থিত হননি। আদালত ১৪ মার্চ তারিখ নির্ধারণ করে। এবার একই কারণে উপস্থিত হননি তিনি।

মামলার বাদী মোহাম্মদ ইসহাক জানান, তাকে পুত্র স্বীকার করার ভয়ে কৌশলে আবদুর রহমান বদি নোটিশ গ্রহণ করছেন না। নোটিশটি জারিকারক তার বাড়িতে টাঙ্গিয়ে দিয়েছেন। একই সঙ্গে ওই ওয়ার্ডের কাউন্সিলরের হাতে নোটিশের কপি দেয়া হয়েছে। কৌশলে মামলা বিলম্ব করতে এমন আচরণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |