ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

কিশোরগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে হেফাজতের ভাঙচুর

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৮ মার্চ ২০২১ , ০৪:৪৫ পিএম


loading/img
কিশোরগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে হেফাজতের ভাঙচুর

কিশোরগঞ্জে হেফাজতের হরতালকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হেফাজতের নেতাকর্মীরা কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে হেফাজতের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল পরিমাণ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার এলাকা থেকে পুরান থানা ইসলামিয়া মার্কেট পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়।

এই সংঘর্ষে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, বন ও পরিবেশ-বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, সাধারণ সম্পাদক ফয়েজ নোমান খানসহ প্রায় ৩৮ নেতাকর্মী ও পথচারী আহত হয়েছেন।

এ ঘটনার বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান,  এই সংঘর্ষের ঘটনায় তিনিসহ প্রায় ১২ পুলিশ কর্মকর্তা ও কনস্টেবল আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |