ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

মাস্ক না পরে দাদাগিরি, গুনতে হলো জরিমানা

আরটিভি নিউজ

সোমবার, ০৫ এপ্রিল ২০২১ , ১১:০১ এএম


loading/img
প্রতীকী ছবি।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ বাংলাদেশে। প্রতিনিয়ত বাড়ছে মৃত্যু ও আক্রান্তের হার। অবস্থা মন্দের দিকে যাওয়ায় সরকার ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে। আজ সোমবার থেকে ৭ দিনের লকডাউন শুরু হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে মাস্ক না পরে দাদাগিরি করায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করতে হলো ঝালকাঠির রাজাপুরে  মো. শওকত হোসেন নামে এক ব্যক্তিকে।

বিজ্ঞাপন

জানা গেছে, গতকাল রোববার (০৪ এপ্রিল) রাতে উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর বাজারে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত শওকত গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যায় উত্তমপুর বাজারে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোক্তার হোসেন। এ সময় ইউএনওকে দেখে সবাই মাস্ক পরলেও পরেননি শওকত। একটা সময় শওকতকে মাস্ক পরতে বলেন ইউএনও।

বিজ্ঞাপন

তবে ইউএনওর কথায় কর্ণপাত না করে উল্টো মাস্ক না পরার বিভিন্ন যুক্তি দেন শওকত।  পরে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় শওকত জরিমানার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে আটক করে নিয়ে আসা হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করে রাতেই বাড়ি ফেরেন শওকত।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |