ঢাকাসোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১ , ০৩:১১ পিএম


loading/img
ফাইল ছবি

কুষ্টিয়ার ভেড়ামারায় খালার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে খালাতো ভাইসহ দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাদের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন, শিশু মুস্তাফিজুর রহমান (১০) ও সিয়াম (১২) ভেড়ামারা উপজেলার বারদাগ এলাকার মাসুম ও ষোলদাগ এলাকার বকুলের ছেলে এবং তারা সম্পর্কে আপন খালাতো ভাই।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, বারদাগ এলাকায় মুস্তাফিজের বাড়িতে বেড়াতে গিয়ে সিয়াম ও মুস্তাফিজ বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নেয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

ভেড়ামারা থানার ওসি মো. শাহ জালাল বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

জিএম  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |