ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ভরণপোষণ দাবি করায় বাবার হাত ভেঙে ‍দিলো ছেলে

আরটিভি নিউজ

সোমবার, ১০ মে ২০২১ , ১০:৩০ পিএম


loading/img
ছেলে সবুজকে গ্রেপ্তার

ভরণপোষণ দাবি করায় পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রোকুল গ্রামে ৮০ বছর বয়সী বাবা সেকান্দার আলীকে পিটিয়ে দুই হাত ভেঙে দিয়েছে ছেলে। এ ঘটনায়  সোমবার (১০ মে) সকালে ছেলে সবুজকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

সেকান্দার আলীর চার ছেলের মধ্যে সবুজ ও মিজান তাদের পরিবার নিয়ে বাড়িতে থাকে। দীর্ঘদিন ধরে বৃদ্ধ সেকান্দার ও তার স্ত্রী ময়না বেগমকে তাদের ছেলেরা ভরণপোষণ না দেয়ায় ময়না বেগম তার মেয়ের বাড়ি চলে যান।

এলাকাবাসী জানিয়েছে, গত শনিবার তার সেজ ছেলে সবুজ বাড়ির বাঁশ কেটে ফেলেছেন। এ খবর শুনে সেকান্দার বাড়িতে গিয়ে ভরণপোষণের দাবি করে সবুজকে বাঁশ কাটতে বাধা দেন। এতে সবুজ ক্ষিপ্ত হয়ে বাবা সেকান্দারকে পিটিয়ে জখম করেন। এতে তার বাম হাত ও ডান হাতের বৃদ্ধ আঙ্গুল ভেঙে যায়। 

বিজ্ঞাপন

এ ঘটনায় দুপুরে সেকান্দার আলী বাদী হয়ে তার সেজ ছেলে সবুজ ও বড় ছেলে মিজানসহ তাদের দুই স্ত্রীর নামে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন।

বাউফল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আল মামুন জানান, বাবাকে মারধরের ঘটনায় সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর তিন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |