আগামী দুইদিন ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না

আরটিভি নিউজ

শনিবার, ২৯ মে ২০২১ , ০৬:০২ পিএম


Areas in Dhaka where there will be no gas for 11 hours on Sunday-Monday
ফাইল ছবি

আগামীকাল (রোববার) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত মোট ২ ঘণ্টা এবং পরের দিন (সোমবার) সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার (২৯ মে) বিকেলে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তারা জানিয়েছে, উল্লেখিত সময়ের মধ্যে রাজধানীর শেখেরটেক, আদাবর, বায়তুর আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং এবং এর আশেপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

বিজ্ঞাপন

‘জরুরি গ্যাস শাটডাউন বিজ্ঞপ্তি’ শীর্ষক ওই বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, ‘পূর্ব বাইতুল আমান হাউজিংয়ের গ্যাস সমস্যা দূরীকরণের লক্ষ্যে ট্রায়াল গ্যাস শাটডাউন কাজের জন্য’ রোববার এবং গ্যাস শাটডাউনের কাজের জন্য সোমবার ওইসব অঞ্চলে উল্লেখিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

কেএফ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission