ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর আত্ম'হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৩ জুলাই ২০২১ , ০৫:০৭ পিএম


loading/img
ফাইল ছবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় আজগর আলী (৬০) নামে এক ব্যক্তি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (০৩ জুলাই) ভোররাতে উপজেলার ইলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের জালালউদ্দীনের ছেলে আজগর আলী (৬০)।

বিজ্ঞাপন

উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোরশেদ জানান, আজগর আলী ১৪ দিন ধরে করোনা পজিটিভ অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (৩ জুলাই) ভোররাতে বাড়ির পাশের আম গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবীর বলেন, এলাকাবাসীর দেয়া সংবাদে সকালে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে তিনি করোনা পজিটিভ ছিলেন। রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। 

বিজ্ঞাপন

কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান, আজগর আলী আত্মহত্যার আগে ঘরে একটি চিঠি লিখে রেখে গেছেন। সেখানে লেখা আছে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |