ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

দৌলতদিয়া ঘাটে ট্রাকের জট

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৩ আগস্ট ২০২১ , ০৫:২৯ পিএম


loading/img
দৌলতদিয়া ঘাট

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে লেগে থাকা যানজট পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের অচলাবস্থার প্রভাবে বিভিন্ন গাড়ির চাপ অব্যাহত রয়েছে। পাশাপাশি প্রবল স্রোতের মুখে স্বাভাবিক ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ঘাটে গত এক সপ্তাহ যাবত এ যানজট লেগেই থাকছে।

বিজ্ঞাপন

তবে আগে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরি পারে সময় লাগত মাত্র ত্রিশ মিনিট।আর তীব্র স্রোতের কারণে এখন সময় লাগছে দেড় ঘন্টার বেশি।

গত কয়েক দিনের মতো রোববার (২২ আগস্ট) দৌলতদিয়া ঘাটে ফেরিপারের অপেক্ষায় আটকা পড়ে রাজধানীমুখি মালামাল বোঝাই তিনশ'ত ট্রাক। এতে ফেরিঘাটের জিরোপয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ইউনিয়ন বোর্ড পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তায় ট্রাকের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন আরটিভি নিউজকে বলেন, অতিরিক্ত গাড়ির চাপ সামাল দিতে ছোট-বড় ১৭টি ফেরি সার্বক্ষণিক সচল রয়েছে। তবে মানুষের দুর্ভোগ কমাতে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ যাত্রীবাহী গাড়িগুলো অগ্রাধিকার ভিত্তিতে ফেরিপার করায় দৌলতদিয়া ঘাটে পণ্যবাহী ট্রাকগুলো সিরিয়ালে আটকা পড়ে থাকছে। 

এমআই 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |