ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বিয়ের আসর থেকে কাজীর পলায়ন, বর গেলেন জেলে

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) আরটিভি নিউজ

শনিবার, ২৮ আগস্ট ২০২১ , ১১:২১ পিএম


loading/img
ছবি: আরটিভি

মানিকগঞ্জে সদর উপজেলার মিতরা গ্রামে বাল্য বিয়ের দায়ে বর মনির হোসেন (২১)-কে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বরের বাবা ও কনের বাবাকে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (২৮ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জেল- জরিমানা করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান আরটিভি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখি বিয়ের দোয়া পড়ানোর প্রস্তুতি চলছে। দোয়ার আসরে  কনের জন্ম সনদ, বরের ভোটার আইডি কার্ড চেক করার সময় ভিড়ের মাঝে কাজী সটকে পড়েন। পরে মেয়ের জন্ম-সনদ অনলাইনে ও ইউনিয়ন পরিষদে ভেরিফাই করলে ভুয়া প্রমাণিত হয়। পরে কনের বয়স ১৬ বছর বলে স্বীকার করেন তার বাবা। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ মোতাবেক বরকে এক মাসের কারাদণ্ড এবং বর ও কনের বাবাকে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

এসজে/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |