শেরপুরের শ্রীবরদী উপজেলায় ৬ কেজি ২০০ গ্রাম ওজনের এক মেয়ে শিশুর জন্ম দিয়েছেন এক প্রসূতি। বুধবার (১ সেপ্টেম্বর) উপজেলার দোহারপাড় ইউনিয়নে এ ঘটনা ঘটে।
প্রসূতি মায়ের নাম শেফালী আক্তার (২৮)। তিনি শেরপুরের শ্রীবরদী উপজেলার দোহারপাড় ইউনিয়নের সজল মিয়ার স্ত্রী।
শিশুটির বাবা সজল মিয়া বলেন, প্রায় শিশু কম ওজন ও অপুষ্টি নিয়ে জন্মগ্রহণ করে। আমাদের মেয়ে ৬ কেজির বেশি ওজন নিয়ে পৃথিবীতে এসেছে। এ কারণে আমরা সকলেই খুশি।
হাসপাতালের চিকিৎসক ডা. মো. জসিম উদ্দিন বলেন, যে মেয়ে শিশুটির জন্ম হলো তার ওজন ৬ কেজি ২০০ গ্রাম। সাধারণত শিশুদের ওজন কখনও ৩ কেজির বেশি হয় না। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি গর্ভ অবস্থায় শিশুটির মা পুষ্টিকর খাবার বেশি খেয়েছেন। তাই শিশুটির ওজন বেশি হয়েছে।
জেনি জেনারেল হাসপাতালের মালিক শ্যামল বলেন, বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে শেফালী সিজারের জন্য আমাদের হাসপাতালে ভর্তি হন। পরে বিকেল ৫টায় তিনি ৬ কেজি ২০০ গ্রাম ওজনের একটি মেয়ে শিশুর জন্ম দেন। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছে।
উল্লেখ্য, সাধারণত নবজাতক শিশুরা আড়াই থেকে ৩ কেজি ওজন নিয়ে জন্ম নেয়।
জিএম