ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বাল্য বিয়ের অপরাধে উভয় পক্ষকে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১ , ১১:২৩ পিএম


loading/img
ফাইল ছবি

বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন। কিছুক্ষণ পরেই গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হবে ৯ম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে। এরই মধ্যে ম্যাজিস্ট্রেটের হানা। কনের বিয়ের বয়স না হওয়ায় বর ও কনের অভিভাবককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ কে ভুল তথ্য দিয়ে হয়রানি করা হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসানহাটি গ্রামে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার।

বিজ্ঞাপন

কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার আরটিভি নিউজকে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাসানহাটি গ্রামের আক্তার আলীর স্কুল পড়ুয়া মেয়েকে বিয়ে দেওয়ার আয়োজনের খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে বয়স কম হওয়ায় বর জীবননগর উপজেলার সবুজ মিয়াকে ৫০ হাজার ও মেয়ের বাবাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |