ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

গভীর রাতে ছেলের বাড়ি ফেরা, অভিমান করে মায়ের আত্মহত্যা

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১ , ০১:৩১ পিএম


loading/img
ফাইল ছবি

মেহেরপুরের গাংনী উপজেলায় ছেলের সঙ্গে অভিমান করে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন মা সুমি খাতুন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে নিজ ঘর থেকে সুমির মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত সুমি খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামের স্কুলপাড়া এলাকার কৃষক মাসুদ রানার স্ত্রী।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় কাথুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা জানান, সুমির বড় ছেলে এসএসসি পরীক্ষার্থী শাহরিয়ার সাফিন সোমবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে বাড়ি ফেরে। এ কারণে ছেলেকে বকাঝকা করেন সুমি। এ নিয়ে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে ছেলের সঙ্গে অভিমান করে নিজ ঘরে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাতের কোন এক সময় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুমি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে দাফনের অনুমতি দেয়া হয়েছে।

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |